• facebook
  • twitter
Saturday, 22 March, 2025

আলিপুরদুয়ারে বুনো হাতির হামলায় মৃত্যু যুবকের

হাতির হামলায় মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি আলিপুরদুয়ার জেলার। শনিবার রাতে জমিতে চাষের হালহকিকত খতিয়ে দেখছিলেন ওই যুবক।

হাতির হামলায় মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি আলিপুরদুয়ার জেলার। শনিবার রাতে জমিতে চাষের হালহকিকত খতিয়ে দেখছিলেন ওই যুবক। সেই সময় হাতিটি হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানাও যায়নি। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মকোরধজ রায়। তিনি আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া এলাকার বাসিন্দা ছিলেন। চাষের জমি দেখতে শনিবার রাতে জমিতে যান তিনি। সেই সময় আচমকায় একটি হাতি আক্রমণ চালায় তার ওপর। রক্তাক্ত অবস্থায় জমিতেই পড়েছিলেন মকোরধজ। এরপর হাতিটি সেখান থেকে চলে যায়।

স্থানীয় বাসিন্দারা জখম মকোরধজ রায়কে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পর প্রশ্ন উঠছে, কেন জঙ্গল ছেড়ে বারবার লোকালয়ে চলে আসছে হাতি? বনকর্মীরা হাতির দলের ওপর কড়া নজর রাখছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটে। জানুয়ারির শুরুতে আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে একদল বুনো হাতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বিভিন্ন রেঞ্জের বনকর্মী ও বন দপ্তরের আধিকারিকরা। সেই সময় বুনো হাতির হানায় এক বনকর্মীর মৃত্যু হয়।