ওমিক্রনে আক্রান্ত হলেন কলকাতা মেডিক্যাল কলেজ এক জুনিয়র হাসপাতালের চিকিৎসক। তাঁকে শুক্রবার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আক্রান্ত চিকিৎসক মেডিক্যাল কলেজের ইন্টার্ন। কলেজ হস্টেলেই থাকেন তিনি।
কয়েক দিন আগে তাঁর জ্বর আসে। তখন কোভিড পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। তার পরই ওই চিকিৎসকের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। তাতে জানা যায় চিকিৎসক ওমিক্রন আক্রান্ত।
Advertisement
বিদেশে না গেলেও কি তিনি কোনও বিদেশির সংস্পর্শে এসেছিলেন তা জানার চেষ্টা চলছে। বেলেঘাটা আইডি হাসপাতালের উপাধ্যক্ষ চিকিৎসক আশিস মান্না জানিয়েছেন, ওমিক্রন আক্রান্ত এক জুনিয়র চিকিৎসক ভর্তি হয়েছেন।
Advertisement
Advertisement



