জগদ্দলে এক পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রাখা বােমা ফেটে জখম হলেন এক সাফাই কর্মী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ব্যানার্জি পাড়া বড়বাগান এলাকায়। জখম সাফাইকর্মী সুধাংশু মন্ডলকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণীর জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারীন্দ্র ধাম নামক ওই বাড়িটির আদি মালিকরা অনেক বছর আগেই মারা গিয়েছেন। ওই বাড়িটির অংশীদারেরা বাড়িটি স্থানীয় সুব্রত সরকারের কাছে সম্প্রতি বিক্রি করে দেন। কেনার পর সােমবার থেকে বাড়িটিতে দুইজন সাফাই কর্মী লাগিয়ে পরিষ্কার করার কাজ শুরু করেন।
Advertisement
স্থানীয় বিদায়ী কাউন্সিলর জানান, জঙ্গল সাফাই করার সময় একজন ওই বােমাটি পেয়ে দেওয়ালে ঠুকতেই সেটি ফেটে যায়। ওই ছেলেটির বা-হাতের কব্জিতে গুরুতর আঘাত পান। জখম সাফাই কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। জগদ্দল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
Advertisement



