সিইও দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের মোট ১৮টি জেলার ভোটার তালিকায় এই ধরনের মোট ৯৭ জনের নাম চিহ্নিত হয়েছে। এই তথ্য সামনে আসতেই এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতিতে জোরদার আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই ৯৭ জনের মধ্যে ৭০ জন ভোটারকে চিহ্নিত করেছে তৃণমূল কংগ্রেস। অন্য দিকে বিজেপির তরফে চিহ্নিত করা হয়েছে ৪ জন ভোটারকে। বাকি নামগুলি বিভিন্ন স্তরের প্রশাসনিক যাচাইয়ের মাধ্যমে উঠে এসেছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
Advertisement
এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল ভোটার তালিকাকে আরও নির্ভুল করা। ভুয়ো, ডুপ্লিকেট কিংবা অযোগ্য নাম বাদ দিয়ে প্রকৃত ভোটারদের নাম নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেই জীবিত নাগরিকদের ‘মৃত’ হিসেবে নথিভুক্ত হওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে।
Advertisement
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই ধরনের ভুল শুধুমাত্র প্রশাসনিক গাফিলতির ফল নয়। তাঁদের দাবি, এর ফলে বহু আসল ভোটার ভবিষ্যতে ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। ঘাসফুল শিবিরের মতে, মাঠপর্যায়ে যাচাই প্রক্রিয়ায় আরও সতর্কতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
অন্য দিকে বিজেপিও কয়েকটি ক্ষেত্রে এই ধরনের ত্রুটি চিহ্নিত করেছে। বিজেপির বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের সময় প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।সিইও দপ্তর জানিয়েছে, সামনে আসা প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। যাঁদের ভুলবশত মৃত হিসেবে দেখানো হয়েছে, তাঁদের নথি পুনরায় যাচাই করে সংশোধনের কাজ চলবে। কমিশনের আশ্বাস, যোগ্য কোনও ভোটারের নাম যাতে চূড়ান্ত তালিকা থেকে বাদ না যায়। এই লক্ষ্যেই এসআইআর প্রক্রিয়া চালানো হচ্ছে বলে কমিশন জানিয়েছে। সকলের নজর রয়েছে সংশোধিত তালিকা প্রকাশের দিকে।
Advertisement



