• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সামনেই বর্ষা, বন্ধ হতে চলেছে রাজ্যের ৮টি অভয়ারণ্য

পর্যটকদের জন্য দুঃসংবাদ। যেহেতু বর্ষাকাল একেবারে দোরগোড়ায় তাই নিয়মমতো রাজ্যের আটটি অভয়ারণ্য ও জাতীয় উদ্যান বন্ধ হতে চলেছে।

পর্যটকদের জন্য দুঃসংবাদ। যেহেতু বর্ষাকাল একেবারে দোরগোড়ায় তাই নিয়মমতো রাজ্যের আটটি অভয়ারণ্য ও জাতীয় উদ্যান বন্ধ হতে চলেছে। ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। পর্যটকরা আর প্রবেশ করতে পারবেন না। এমনকি জঙ্গল সাফারিও বন্ধ থাকবে।

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে সময় নিলেও উত্তরবঙ্গে বর্ষা সময়ের আগেই প্রবেশ করেছে। তাই তিন মাসের জন্য বন্ধ হতে চলেছে রাজ্যের আটটি অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান। আগামী ১৬ জুন থেকে এই নিয়ম কার্যকরী হবে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের পাঁচটি জাতীয় উদ্যান এবং তিনটি অভয়ারণ্য বন্ধ থাকবে। নির্দেশিকা অনুযায়ী, সিঙ্গালিলা, নেওড়া ভ্যালি, গরুমারা, জলদাপাড়া এবং বক্সা জাতীয় উদ্যান এর পাশাপাশি সেঞ্চল, মহানন্দা ও চাপড়ামারি অভয়ারণ্যও বন্ধ রাখা হবে।

Advertisement

ওই তিন মাসের মেয়াদে পর্যটকরা প্রবেশ করতে পারবেন না। অভয়ারণ্যের মূল আকর্ষণ জঙ্গল সাফারিও বন্ধ রাখা হবে। তবে পর্যটকদের যদি অভয়ারণ্যে যাওয়ার জন্য কোনও ভ্রমণ প্ল্যান করতেই হয় তাহলে মাথায় রাখতে হবে গোরুমারার মূর্তি জঙ্গল ক্যাম্প এবং রাজাভাতখাওয়ার বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প খোলা রাখা হবে। এছাড়াও, সেঞ্চল হয়ে জোড়বাংলো দিয়ে টাইগার হিল ভিউ পয়েন্ট পর্যন্ত যাওয়ার রাস্তাও পর্যটকদের কথা মাথায় রেখে খোলা রাখা হবে।

Advertisement

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী, প্রতি বছরই দেশের সকল অভয়ারণ্য ও জাতীয় উদ্যান ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে। এই সময়টা বন্যপ্রাণীদের প্রজননের জন্য অনুকূল। তাই এই সময় জঙ্গলে মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়। এই বছরেও বন দপ্তরের পক্ষ থেকে এই সময়সীমার মধ্যে রাজ্যের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান বন্ধ থাকার নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisement