• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

আমাদের পাড়া আমাদের সমাধান: প্রথম দিনে রাজ্যজুড়ে ৬৩২টি শিবির চালু

আজ, শনিবার থেকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের শিবির শুরু হয়েছে। প্রথম দিনে রাজ্যজুড়ে ৬৩২টি শিবির চালু হয়েছে।

আজ, শনিবার থেকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের শিবির শুরু হয়েছে। প্রথম দিনে রাজ্যজুড়ে ৬৩২টি শিবির চালু হয়েছে। এই প্রকল্প চলবে ৩ নভেম্বর পর্যন্ত। সরকারি পরিষেবা এবং এলাকার সমস্যার সমাধানকে বুথ স্তরে পৌঁছে দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য। বিভিন্ন বুথে স্বল্পদৈর্ঘ্যের রাস্তা নির্মাণ, পানীয় জল পরিষেবা, গ্রামাঞ্চলে ছোটখাটো সেতুর মেরামতি, স্কুলের পরিকাঠামো উন্নয়নের মতো ছোট ছোট দাবিপূরণ করা এই প্রকল্পের লক্ষ্য।

সূত্রের খবর, মোট ৮০ হাজার বুথকে ভিত্তি করে রাজ্যজুড়ে গঠিত হবে প্রায় ২৭ হাজার ক্যাম্প। তিনটি বুথ নিয়ে হবে একটি করে ক্যাম্প, যেখানে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সরাসরি সমস্যা শোনা হবে। এরপর আধিকারিক ও জনপ্রতিনিধিরা সেই এলাকা পরিদর্শন করে ফের শিবিরে এসে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাছাই করবেন। প্রত্যেক বুথের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয়েছে ১০ লক্ষ টাকা করে।

Advertisement

এই কর্মসূচির জন্য রাজ্য কোষাগার থেকে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০ হাজার কোটি টাকা। সূত্রের খবর, প্রত্যেকটি শিবিরে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির সংশ্লিষ্ট সদস্য, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি এবং সংশ্লিষ্ট অঞ্চলের জেলা পরিষদের সদস্য। জনপ্রতিনিধিরা ছাড়াও ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও, পঞ্চায়েত ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিত থেকে শিবির পরিচালনা করবেন।

Advertisement

অনেকের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটি এক প্রকারে ‘বুথভিত্তিক জনসংযোগ’ বৃদ্ধির কৌশল। বিরোধীদের বক্তব্য, এটি আসলে নির্বাচনের আগেই বুথস্তরের রাজনীতিকে সক্রিয় করার উদ্যোগ। তবে সব বিতর্ককে পাশে রেখে প্রশাসনের স্পষ্ট বার্তা – এই কর্মসূচির মূল লক্ষ্য, মানুষের কাছে গিয়ে দ্রুত সমস্যার সমাধান এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা।

Advertisement