• facebook
  • twitter
Friday, 5 December, 2025

করােনার ‘সৌজন্যে’ মুক্তি মিলছে ৬৩ জন যাবজ্জীবন বন্দির

মারণ ভাইরাস করােনা আবহে রাজ্যের বিভিন্ন সংশােধনাগার থেকে মুক্তি পাচ্ছেন ৬৩ জন সাজাপ্রাপ্ত যাবজ্জীবন বন্দি।এই বিষয়ে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রতীকী ছবি (Photo: iStock)

মারণ ভাইরাস করােনা আবহে রাজ্যের বিভিন্ন সংশােধনাগার থেকে মুক্তি পাচ্ছেন। ৬৩ জন সাজাপ্রাপ্ত যাবজ্জীবন বন্দি এই বিষয়ে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোভিড পরিস্থিতি, বয়সজনিত কারণ এবং ভালাে ব্যবহারের সৌজন্যে এই মুক্তিলাভ ঘটতে চলেছে বলে জানা গেছে।

প্রথমত সুপ্রিম কোর্টের নির্দেশে মারণ ভাইরাস করােনার থাবায় একজায়গায় বেশ বন্দি রাখা যাবেনা। দ্বিতীয়ত ‘ ক্রিমিনাল প্রসিডিওর কোডে’র ১৯৭৩ সালের আইনে ৪৩২ নং ধারায় উল্লেখ রয়েছে যে, যাবজ্জীন সাজাপ্রাপ্ত বন্দিদের ১৪ বছর সাজার মেয়াদ কেটে গেলে তাদের ছাড়ার ব্যাপারে চিন্তাভাবনা করতে পারে রাজ্য সরকার।

Advertisement

এছাড়া এদের জেলের মধ্যে ভালাে ব্যবহার রাখাটা জেলমুক্তির ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেয়। জানা গেছে, ৬১ জন পুরুষ বন্দি রয়েছেন যাদের বয়স ৬০-এর বেশি এবং ২ জন রয়েছেন মহিলা, যাদের বয়স ৫৫ – এর বেশি। সমস্ত নিয়ম মেনে ৬৩ জন বন্দিকে মুক্তি দিতে চলেছে রাজ্য সরকারের কারা দফতর।

Advertisement

Advertisement