রাজ্যজুড়ে বজ্রাঘাতে মৃত ৭

শুক্রবার রথ উৎসবে যখন আনন্দে মজে সবাই , তখন ঘটলো মর্মান্তিক ঘটনা। এদিন রাজ্যজুড়ে বজ্রাঘাতে মৃত্যু হল হল। অন্তত সাতজনের।আহত হয়েছেন বেশ কয়েকজন।

Written by SNS West Bengal | July 2, 2022 9:54 pm

শুক্রবার রথ উৎসবে যখন আনন্দে মজে সবাই , তখন ঘটলো মর্মান্তিক ঘটনা। এদিন রাজ্যজুড়ে বজ্রাঘাতে মৃত্যু হল হল। অন্তত সাতজনের।আহত হয়েছেন বেশ কয়েকজন।

কেউ দিঘার সমুদ্রে স্নান করতে গিয়ে প্রাণ হারালেন,কারও মৃত্যু হল বাস ধরতে গিয়ে। শোকাহত নিহতের পরিবার। দিঘায় বেড়াতে গিয়ে সমুদ্রে স্নান করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় দুই পর্যটকের।

মৃতরা হলেন শুগম পাল ( ২৫ ) ও শুভজিৎ পাল ( ২৬ )। এঁরা উত্তর ২৪ পরগনার বাসিন্দা। শুক্রবার বিকেলের দিকে বন্ধু বান্ধবদের সঙ্গে স্নান করতে – নেমেছিলেন। ঠিক সেই সময়ই বাজ পড়ে।

আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে দিঘার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে শালবনীর রথযাত্রার দিন দু’টি পৃথক এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হল দু’জনের।

শালবনীর কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহারকলাবেড়িয়া গ্রামে দশ বছরের বালক খাঁদু হাঁসদা গরু চরাতে মাঠে গিয়েছিল।স্থানীয় প্রাথমিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সে।মাঠে গরু চরানোর সময়ই সে বজ্রাঘাতে মারা যায়।

পরে গ্রামবাসীরা জানতে পেরে তার মৃতদেহ উদ্ধার করে। অন্যদিকে শালবনীরই কলসীভাঞ্জ গ্রামে মৃত্যু হয়েছে গৃহবধূ আমেনা বিবির ( ৩৯ )। বজ্রপাত – সহ বৃষ্টির সময় তিনিও মাঠে ছিলেন । সেখানেই তাঁর মৃত্যু হয়। বাজ পড়ে মৃত্যু হয়েছে দু’টি ছাগলেরও। এই প্রাণহানি ঘটনাগুলি বিষাদ এনেছে রথ উৎসবের আনন্দের মাঝেই।