• facebook
  • twitter
Wednesday, 12 February, 2025

রাজ্য বাজেটে হতে পারে ৫০ হাজার নিয়োগের ঘোষণা

১০ ফেব্রুয়ারি অধিবেশন শুরু, ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ

ফাইল চিত্র

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই বারের বাজেটটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ১০ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। ১২ ফেব্রুয়ারি পেশ করা হবে বাজেট। নবান্ন সূত্রে খবর, এই বাজেটে নতুন কর্মসংস্থানের লক্ষ্যে বড় ঘোষণা করা হতে পারে। প্রায় ৫০ হাজার নতুন নিয়োগের ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, গ্রামোন্নয়ন, পর্যটন ইত্যাদি বিভিন্ন দপ্তরে এই নিয়োগ করা হবে।
সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক ও স্থায়ী মিলিয়ে প্রচুর কর্মসংস্থান করা হবে। সবথেকে বেশি নিয়োগ হতে পারে শিশু ও পুষ্টি সংক্রান্ত ক্ষেত্রে। অর্থাৎ আইসিডিএস ও অঙ্গনওয়ারী প্রকল্পের অধীনে অঙ্গনওয়ারী কর্মী, সহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ করা হতে পারে। এই ক্ষেত্রে অনেক মহিলা চাকরির সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। নবান্নের এক আধিকারিক জানান, সরকারের আর্থিক সামর্থ্য খুব বেশি নয়। এরই মধ্যে কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা চলছে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগেও বড় নিয়োগের সম্ভাবনা রয়েছে। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নার্সিং সিস্টার, ফার্মাসিস্ট ও মেডিক্যাল অফিসার, হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের কথা ভাবছে সরকার। অনেক আধিকারিকের মতে, এগুলি চুক্তিভিত্তিক নিয়োগ। কিন্তু তা হলেও অনেক বেকার মানুষ কাজের সুযোগ পাবেন।
শিশু ও স্বাস্থ্য ছাড়াও নিরাপত্তা বাহিনীতেও কর্মসংস্থান হতে পারে। হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের সংখ্যা বাড়তে পারে। পাশাপাশি এই সব পদে বেতন বৃদ্ধি করা যায় কি না তা–ও ভাবা হচ্ছে। নিয়োগের সম্ভাবনা আছে শিক্ষাক্ষেত্রেও। সরকারি স্কুলগুলিতে চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষা সহায়ক এবং রিসোর্স পার্সন নিয়োগের পরিকল্পনা রয়েছে। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কর্মী নিয়োগ করা হতে পারে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, গ্রামোন্নয়ন, পর্যটন, সংস্কৃতি, জল সরবরাহ ও আইন দপ্তরেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। জেলা স্তরে লিগ্যাল অ্যাডভাইজর নিয়োগ করারও সম্ভাবনা রয়েছে।