যুবভারতীতে ঘটা বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে শোকজের জবাব দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। নির্ধারিত সময়ের মধ্যেই জবাব দিলেন তিনি। এছাড়া ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহা এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারও জবাব দিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের জবাবদিহি দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারের গড়া তদন্ত কমিটি। সেই সময়সীমা মেনেই জবাব দিয়েছেন তিন পদস্থ কর্তা।
ঘটনার দিন অনুষ্ঠানের পরিকল্পনায় বদল আনা হয়। পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচি মেনে করা হয়নি ১৩ ডিসেম্বরের ফুটবল তারকা মেসির অনুষ্ঠান। সূত্রের খবর, সে রকমটাই জানিয়েছেন ক্রীড়া দপ্তরের সচিব। তবে রাজীব কুমার এবং বিধাননগরের সিপি মুকেশ কুমারের লিখিত বয়ান জানা যায়নি। অন্যদিকে যুবভারতীর ঘটনায় তদন্ত আরও জোরদার করার জন্য সিট-এর সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। আপাতত আরও আট পুলিশ আধিকারিককে এই দলে অন্তর্ভুক্ত করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রয়োজন হলেও আরও সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে বলেও খবর।
Advertisement
অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটির সুপারিশে মঙ্গলবারই চার সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গড়া হয়েছিল। বুধবার সকালেই সিটের সদস্যরা যুবভারতী স্টেডিয়াম পরিদর্শন করেন। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দলও। অন্যদিকে যুবভারতীর ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। মঙ্গলবার ধৃত রূপক মণ্ডলকে এদিন বিধাননগর মহকুমা আদালত ৬ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আমন্ত্রিত অতিথির বাইরে কত বেশি লোক মাঠে ছিলেন, তাঁদের পরচয় কী খতিয়ে দেখছে পুলিশ। তাঁরা মাঠে কীভাবে প্রবেশ করলেন তাও দেখা হচ্ছে। এরকম একাধিক বিষয়ের খোঁজ চালাচ্ছেন সিটের সদস্যরা।
Advertisement
Advertisement



