• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বেলঘরিয়ায় তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার ৩

বেলঘরিয়ায় ফের শুটআউট। এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতীকী চিত্র।

বেলঘরিয়ায় ফের শুটআউট। এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে রাজীবনগর এলাকা থেকে রেহান খান (৩০) নামের ওই যুবকের দেহ উদ্ধার করেন স্থানীয়রা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজে। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তকারীরা মনে করছেন, তৃণমূল কর্মী খুনের ঘটনায় ধৃতদের সরাসরি যোগ রয়েছে।

মৃত রেহান ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখোপাধ্যায়ের ছায়াসঙ্গী বলে এলাকায় পরিচিত ছিলেন। মঙ্গলবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে তৃণমূল কার্যালয়ের কাছে বসেছিলেন রেহান। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে চলে যায় বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, একটি গুলি রেহানের মাথার পিছনে ঘাড়ের কাছে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি সারা রাত রাস্তাতেই পড়েছিলেন। বুধবার সকালে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশের প্রাথমিক অনুমান, ব‍্যবসায়িক বা ব্যক্তিগত কোনও শত্রুতার কারণে এই খুন হয়ে থাকতে পারে। তবে সব দিক খতিয়ে দেখতে চাইছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, জলাজমি দখলদারি ঘিরে রেহানের সঙ্গে অন্য এক গোষ্ঠীর দীর্ঘদিন ধরে গণ্ডগোল চলছিল। সেই গণ্ডগোলের জেরেই খুন হয়ে থাকতে পারেন তিনি। এই খুনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন কামারহাটি পুরসভার কাউন্সিলর দেবযানী মুখোপাধ্যায়।

Advertisement

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ। উদ্ধার হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বেলঘরিয়ার ক‍্যানেল রোড দিয়ে কয়েকজন যুবকের সঙ্গে রেহান হেঁটে যাচ্ছেন। তাঁর চোখে চশমা, হাতে মোবাইল ফোন রয়েছে। এরপরের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রেহানের সঙ্গে থাকা ওই যুবকরা যে যার মতো চলে যাচ্ছেন। কিন্তু সেখানে রেহানকে দেখা যাচ্ছে না। পুলিশের অনুমান, সেই সময়ই রেহানকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। ওই যুবকদের ইতিমধ্যেই চিহ্নিত করেছে পুলিশ। তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে জনবহুল এলাকায় খুনের ঘটনায় স্বভাবতই আতঙ্কিত বাসিন্দারা। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে গিয়েছেন ব‍্যারাকপুর কমিশনারেটের ডিসি(সাউথ) অনুপম সিং। ঘটনাস্থলটি ঘিরে রেখে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। অনুপম সিং জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি মদের বোতল পাওয়া গিয়েছে। রাতে রেহান কারও সঙ্গে বসে মদ্যপান করছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাত সাড়ে এগারোটা নাগাদ শেষবার বাড়ির লোকের সঙ্গে কথা বলেছিলেন ওই যুবক। তারপরেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

Advertisement