রাজ্যে একদিনে করােনার বলি ১২৭

একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে করােনা। বেশ কয়েকদিন ধরে রাজ্যে ১০০ জনেরও বেশি দৈনিক মারা যাচ্ছেন করোনায়। গত ২৪ ঘণ্টায়ও তার ব্যতিক্রম হল না। 

Written by SNS Kolkata | May 9, 2021 4:20 pm

প্রতীকী ছবি (File Photo: AFP)

একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে করােনা। বেশ কয়েকদিন ধরে রাজ্যে ১০০ জনেরও বেশি দৈনিক মারা যাচ্ছেন করোনায়। গত ২৪ ঘণ্টায়ও তার ব্যতিক্রম হল না। 

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করােনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৩৬। এই নিয়ে রাজ্যে মােট সংক্রমিতের সংখ্যা ছাড়াল ৯ লক্ষ। অ্যাক্টিভ করোনা রােগীর সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ১৬৪ জন। মৃত্যুর সংখ্যায়ও রেকর্ড গড়ল রাজ্য। একদিনে মারা গেলেন ১২৭ জন। 

গত ২৪ ঘণ্টায় করােনার কবল থেকে মুক্ত হয়েছেন ১৮ জার ২৪৩ জন। করােনা সংক্রমণে লাগাম কিছুতেই পড়ানাে যাচ্ছে না। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। এখানে দৈনিক সংক্রমণ ৩৯৮২। মৃত্যু হয়েছে ৩৯ জনের। এরপরেই রয়েছে কলকাতা। এখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৯৬১।