নিজস্ব সংবাদদাতা, ২৮ মার্চ: আজ, বৃহস্পতিবার ভোরে হাওড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় জখম হয়েছেন আরও ১০ জন। হাওড়ার উলুবেড়িয়ার বীরশিবপুরে ১৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। এদিন ভোর ৫টার পর একটি বাসের সঙ্গে গাড়ির ধাক্কার জেরে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি ১৬ নং জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় অন্য একটি গাড়ি এসে ধাক্কা মারে। গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটে। এই ধাক্কার জেরে বাসটিও নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অন্য যাত্রীদের পিঁষে দেয়। ঘাতক গাড়ির চালক ঘটনার পর পালিয়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে উদ্ধার কাজে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জখমদের উদ্ধার করে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জখমদের মধ্যে একজনের মৃত্যু হয়। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ওই হাসপাতালে চারজন আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করা হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



