কলকাতা, ১ এপ্রিল: আজ সোমবার সাত সকালে সল্টলেকের সেক্টর ফাইভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। যার ফলে ব্যাপক আতঙ্ক ছড়াল গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ে। ওই বিল্ডিংয়ের ১১ তলায় এই আগুন দেখা যায়। এই ফ্লোরে লিফটের পাশে একটি সার্ভিস রুমে এই ঘটনা ঘটে। সেখান থেকে আগুনের ফুলকি বেরোতে থাকে। সেই সঙ্গে কালো ধোঁয়া দেখা যায়। বিষয়টি জানতে পেরেই সঙ্গে সঙ্গে আগুন নেভাতে শুরু করেন নাইট শিফ্টের কর্মীরা। তাঁরা ওই বিল্ডিংয়ে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর পাশাপাশি খবর দেয় দমকল বিভাগে। দমকল খবর পেয়ে দ্রুত আগুন নেভাতে ছুটে আসে। একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় দমকল বিভাগের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে থাকলেও ওই বিল্ডিংয়ের লিফট পরিষেবা এখনও চালু হয়নি। এই অগ্নিকান্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ।
Advertisement
Advertisement



