আরজি কর কাণ্ডের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে মালদহে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। বিসর্জন দেখে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় রবিবার রাতে এই ঘটনা ঘটে। ওই কিশোরীর অবস্থা সংকটজনক। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে সে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর বয়স ১৬। এলাকারই একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী সে। রবিবার দুর্গা ঠাকুর ভাসান দেখে বাড়ি ফিরছিল সে। অভিযোগ, সেই সময় এলাকার কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পঞ্চায়েত অফিসের পিছনে নিয়ে কিশোরীরে গণধর্ষণ করা হয়। এদিকে মেয়ে বাড়িতে না ফেরায় খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন।
Advertisement
বেশ খানিকক্ষণ খোঁজাখুজির পর ঘটনাস্থল থেকে অচৈতন্য অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। কিশোরীর পরিবারের দাবি, মেয়েকে অর্ধনগ্ন, রক্তাক্ত অবস্থায় পঞ্চায়েত অফিসের পিছনে একটি জঙ্গলে পড়ে থাকতে দেখান তাঁরা। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিশোরীকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে দেন চিকিৎসক। নির্যাতিতা কিশোরীর পরিস্থিতি গভীর উদ্বেগজনক, মেডিক্যাল কলেজ সূত্রে এমনটাই জানা গিয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে।
Advertisement
এদিকে ঘটনার কথা জানাজানি হতেই গোটা গ্রামে শোরগোল পড়ে যায়। নিগৃহীতার বাবা ৬ জনের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এক অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে। বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, কিশোরীর বাবার এলাকায় চায়ের দোকান রয়েছে। ওই দোকানে মাঝেমধ্যেই চা খেতে যেত অভিযুক্তরা।
Advertisement



