গোটা দেশ যখন ব্যস্ত নীরব মোদিকে খুঁজতে, নীরবতা ভাঙলেন তিনি। মুখ খুলতেই বিস্ফোরণ। পথ প্রদর্শক বিজয় মালিয়ার কথায় এসবিআই ব্যাঙ্ক থেকে লোন নিতে গিয়েছিলেন তিনি।
কিন্তু কেবল হতাশ ও নীরব থেকেই ফিরিতে হয়েছিল নীরব মোদিকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন এই এসবিআই কিসসা।
Advertisement
কেমন ছিল ঘটনা? মোদি গর্বের সঙ্গে জানিয়েছেন, ‘আমি মেন্টর বিজয় মালিয়ার পথ অনুসরণ করে এসবিআই থেকে লোন নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওরা আমাকে লোন দিতে চাননি’।
Advertisement
ঋণ খেলাপের নতুন নায়ক জানিয়েছেন, তিনি ব্যাঙ্কে প্রবেশ করতেই এসবিআইয়ের এক কর্মচারী তাঁর পথ আটকায়। তারপর তাকে বলা হয় এখন লাঞ্চ টাইম। এখন কোনও কাজ হবে না, যা হওয়ার তা এরপরে হবে।
এরপরে মোদি তাদের বলেছিলেন যে তিনি একজন বিশাল মাপের স্বর্ণকার। এতেও কাজ হয়নি, উলটে বিরূপ কথা শুনতে হয়। বলা হয় একমাত্র সুইগি’র মত খাবার সংস্থার ডেলিভারি বয়রাই এই সময় ঢুকতে পারে।
তিনি নিজের পরিচয় আরও একবার দেন। বলেন, তিনি নীরব মোদি। ঠাট্টা করে এসবিআইয়ের কর্মীরা বলেন, যদি স্বয়ং নরেন্দ্র মোদিও হন, তাহলে তাঁকেও লাঞ্চ শেষ হওয়া অবধি অপেক্ষা করতে হবে।
এরপর আর সেখানে দাঁড়াননি তিনি। সম্মান নিয়ে তিনি চলে যান পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে। বাকিটা ইতিহাস।
Advertisement



