• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

শনিবার ধেয়ে আসতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি

কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে

শনিবার ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও নামবে ভারী বৃষ্টি। উত্তর বাংলাদেশ ও উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় আছে ঘূর্ণাবর্ত। বাংলাদেশ উপকূল ও উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে।

৬ থেকে ৯ অক্টোবর অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবার ১০ থেকে ১৩ অক্টোবর অবধি দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে হালকা বৃষ্টি।

Advertisement

শনিবার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা নেই। দিনভর মেঘলা থাকবে আকাশ। শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস আছে। এদিনের পর থেকে পুজোর আবহে শহর কলকাতায় বৃষ্টি কমার পূর্বাভাস রয়েছে। রবিবার কলকাতার কিছু জায়গায় হালকা বৃষ্টি নামতে পারে।

Advertisement

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি নামার পূর্বাভাস আছে। আবার রবিবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টি নামলে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। সপ্তমী থেকে একাদশী অবধি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Advertisement