কলকাতায় জিপিওর বাথরুমে মহিলা সহকর্মীর ভিডিয়ো লুকিয়ে মোবাইল বন্দি করার অভিযোগ উঠল এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জিপিও-র এক অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। অভিযুক্ত অস্থায়ী কর্মীর নাম ভিকি মল্লিক। ৩৪ বছরের ভিকি উল্টোডাঙা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বেলা ১১.৫০ মিনিট নাগাদ অস্থায়ী এক কর্মী বাথরুমের দরজার ফাঁক দিয়ে মহিলার ছবি তুলছিলেন। বিষয়টি জিপিও-র অন্যান্য কর্মীদের নজরে আসতেই ধরা পড়ে যায় ওই অস্থায়ী কর্মী। তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থানে পুলিশ এসে অভিযুক্তকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তদন্তে অভিযোগের প্রমাণ মেলায় ওই অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ৷
Advertisement
যে মোবাইল ফোনটি ব্যবহার করে অভিযুক্ত ছবি তুলেছিল সেই মোবাইল ফোনটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৭৭ নম্বর ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ভিকি মল্লিক অতীতে এই ধরণের ঘটনা ঘটিয়েছে কিনা সেবিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। গোটা ঘটনা তদন্ত করে খতিয়ে দেখছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।
Advertisement
Advertisement



