উত্তরপ্রদেশের মাউ জেলায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে একটি দোতলা বাড়ি ধসে পড়ায় কমপক্ষে এগারো জন মারা গিয়েছে আর আরও অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের প্রভাব এতটাই প্রবল ছিল যে ওয়ালিদপুর গ্রামের দোতলা বাড়িটি ক্ষতবিক্ষত হয়ে যায়। জায়গাটি মাউ জেলার মোহাম্মদবাদ থানার অন্তর্গত।
Advertisement
এলাকার লোকজন জানিয়েছে, তারা একটি জোরে বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় আর তাঁর পরেই ক্ষতিগ্রস্থ বড়ি থেকে আগুন বেড়িয়ে আসতে থাকে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকার আশঙ্কা । ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়ে গেছে।
Advertisement
পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চলাতে থাকে। অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে পৌঁছেছে।
দুর্ঘটনার জায়গায় প্রচুর মানুষ জমা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে সহযোগিতা করছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারসহ জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যারা বেঁচে গেছেন তাঁদের প্রয়োজনীও সব সাহায্য দেওয়া হবে।
আহত ব্যক্তিদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
Advertisement



