• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সন্দীপ ‘পঁচা মাল’, লালবাজার অভিযান থেকেই কটাক্ষ বিমানের

হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনার তদন্তে নেমে আর্থিক দুর্নীতির দায়ে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিনের মিছিলে সন্দীপ ঘোষের প্রসঙ্গ টেনে তাঁকে 'পঁচা মাল' বলেও কটাক্ষ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

সোমের পর ফের শুক্র, লালবাজার অভিযানে সামিল বামেরা। সোমবার কলকাতা কমিটির সিপিএম সদস্যরা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দিয়েছিল। এবার ফের একই দাবিতে চলল অভিযান। তবে সেদিন শান্তিপূর্ণভাবে ফিরে এলেও, শুক্রবার অবস্থানে বসেন বর্ষীয়ান রাজনীতিক বিমান বসুসহ অন্যান্যরা। নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে তাঁদের এই দীর্ঘ তিরিশ ঘণ্টার এই অভিযানের ডাক। শুক্রবার দুপুরে বৌবাজারের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে থেকে মিছিল শুরু হয় বামেদের। তারপর কলকাতা পুলিশের সদর দপ্তর তথা লালবাজারের উদ্দেশে এগিয়ে চলে মিছিল। নেতৃত্বে ছিলেন বিমান বসু। বর্ষীয়ান রাজনীতিকের সঙ্গে হাঁটলেন মহম্মদ সেলিম, মিনাক্ষি মুখোপাধ্যায়রা।

এদিন শুরু থেকেই সিপির পদত্যাগের দাবিতে মুহুর্মুহু স্লোগান তুলতে থাকেন সিপিএম কর্মী সমর্থকেরা। পাশাপাশি, পুলিশি বাধা উপেক্ষা করে ব্যারিকেডের উপরে উঠেও স্লোগান দিতে থাকেন অনেকে। অন্যদিকে ফি লেনের মুখে পুলিশ মিছিল আটকে দিলে সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা বামকর্মীরা।

Advertisement

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের জেরে তপ্ত গোটা রাজ্য। প্রতিদিনই রাজ্যজুড়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনেও চলছে বিক্ষোভ। হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনার তদন্তে নেমে আর্থিক দুর্নীতির দায়ে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিনের মিছিলে সন্দীপ ঘোষের প্রসঙ্গ টেনে তাঁকে ‘পঁচা মাল’ বলেও কটাক্ষ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Advertisement

অন্যদিকে, প্রায় ৯ ফুট উচ্চতার ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়া হয়েছিল ফিয়ার্স লেনের মুখেই। লালবাজারকে ঘিরে ছিল ত্রিস্তরীয় নিরাপত্তা। মোতায়েন ছিলেন ডিসি থেকে শুরু করে এসি পদমর্যাদার আধিকারিকরা। পাশাপাশি, মোতায়েন রাখা হয়েছিল জলকামান, কাঁদানে গ্যাসও।

Advertisement