• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

লিগ্যাল ইন্টার্ন হওয়ার সুযোগ, স্টাইপেন্ড ১০,০০০ টাকা

সম্প্রতি পশ্চিমবঙ্গ জাতীয় বিচারবিজ্ঞান বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটি ফর জুরিডিকাল সায়েন্সেস (এনইউজেএস) এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

লিগ্যাল ইন্টার্ন পদে অস্থায়ী চাকরির সুযোগ! ১০,০০০ টাকা করে মাসিক স্টাইপেন্ডও মিলবে।

সম্প্রতি রাজ্যের ন্যাশনাল ইউনিভার্সিটি ফর জুরিডিকাল সায়েন্সেস (এনইউজেএস) এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাইজোমাটিক আইডেন্টিটি ইন দ্য মেটাভার্স: অ্যান এক্সপ্লোরেটিভ স্টাডি অফ দ্য অ্যাসোসিয়েটেড পোটেনশিয়াল রিস্কস অফ ডিজিটাল-আইডেন্টিটি’ শীর্ষক একটি প্রকল্পে কাজ করবার জন্য আইনি ইন্টার্ন প্রয়োজন। শূন্যপদ রয়েছে মাত্র একটিই। 

Advertisement

আবেদকের শিক্ষাগত যোগ্যতায় তিনটে শর্তের উল্লেখ রয়েছে – ন্যূনতম ৫৫% বা তুল্য নম্বর নিয়ে অপরাধবিদ্যা বা আইন বা প্রযুক্তিবিদ্যায় স্নাতক হতে হবে, মেটাভার্স গেমিং সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে এবং গবেষণা সম্পর্কে ধারণা থাকতে হবে। 

যোগ্য হিসেবে নির্বাচিত হলে ন্যূনতম ৬ মাসের জন্য ইন্টার্ন হিসেবে নিয়োগ করা হবে। তবে, সন্তোষজনকভাবে কাজ করলে কার্যসীমা বাড়ানোও হতে পারে। ইন্টার্নকে প্রতি মাসে ১০,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। গবেষণা-সংক্রান্ত সকল খরচও দেওয়া হবে। 

আবেদন জানানোর শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। শিক্ষাগত এবং আনুষঙ্গিক সমস্ত শংসাপত্র সমেত [email protected] এই ইমেইল আইডিতে পাঠাতে হবে। 

নোটিফিকেশনটি সরাসরি দেখতে এই লিঙ্কটিতে ক্লিক করুন।

 

Advertisement