• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

লঞ্চ হয়ে গেল আইফোন ১৬ সিরিজ, ১৩ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হবে প্রি-অর্ডার

আইফোনের এই নতুন সিরিজে এআই ব্যবহার করা হয়েছে। রয়েছে অ্যাপেল ইন্টালিজেন্স। চারটি মডেলেই রয়েছে ক্যাপচার বোতাম। অর্থাৎ ফোনের লক না খুলেই শুধুমাত্র এই বোতামে চাপ দিয়েই সোজা ক্যামেরা খুলতে পারবেন গ্রাহক।

অপেক্ষার অবসান। সূচি মেনেই আইফোন ১৬ লঞ্চ করল অ্যাপেল। আগের সিরিজ়ের মতো এই সিরিজ়েও রয়েছে চারটি ফোন। আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। প্রতিটি মডেলের দাম বিভিন্ন। জানা গিয়েছে, ভারতে এই ফোনের প্রি অর্ডার শুরু হবে ১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। ২০ সেপ্টেম্বর শুরু হবে প্রথম বিক্রি।

ভারতে আইফোন ১৬–এর দাম পড়বে ৭৯,৯০০ টাকা। আইফোন ১৬ প্লাস কিনতে গেলে দাম পড়বে ৮৯,৯০০ টাকা। আইফোন ১৬ প্রো–এর দাম পড়বে ১,১৯,৯০০ টাকা। এই সিরিজের শেষ ফোন আইফোন ১৬ প্রো ম্যাক্স ১,৪৪,৯০০ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। মূলত, আল্ট্রামেরিন, টিল, গোলাপি, সাদা ও কালো রঙে এই ফোনগুলি পাওয়া যাবে।

Advertisement

জানা গিয়েছে, আইফোন ১৬ প্রো সিরিজে ডিসপ্লের আকার পরিবর্তন করা হয়েছে। প্রো-র ডিসপ্লে ৬.৩ ইঞ্চির। প্রো ম্যাক্স মডেলটির ৬.৯ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ১৬ সিরিজের মধ্যে প্রো ম্যাক্সের ডিসপ্লেই সবথেকে বড়। আইফোন ১৬ প্রো–তে একটি ৪৮ এমপি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। যা ২৪ এমএম ফোকাল লেন্থের।

Advertisement

এছাড়াও এতে দেওয়া হয়েছে ৪৮ এমপি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এতে ১৩ এমএম ফোকাল লেন্থ সাপোর্ট রয়েছে। পাশাপাশি হাইব্রিড ফোকাল পিক্সেল দেওয়া হয়েছে। এছাড়াও আছে ৫এক্স টেলিফটো ক্যামেরা। আইফোনের এই নতুন সিরিজে এআই ব্যবহার করা হয়েছে। রয়েছে অ্যাপেল ইন্টালিজেন্স। চারটি মডেলেই রয়েছে ক্যাপচার বোতাম। অর্থাৎ ফোনের লক না খুলেই শুধুমাত্র এই বোতামে চাপ দিয়েই সোজা ক্যামেরা খুলতে পারবেন গ্রাহক।

Advertisement