• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বিচার না পেলে বারবার রাত দখল করবেন সুন্দরবনের মহিলারা

আরজি কর কাণ্ডে দোষীরা কঠোর শাস্তি না পেলে বারবার রাত দখলের হুঁশিয়ারি দেবেন বলে জানিয়েছেন সুন্দরবনের মহিলারা। আরজি কর কাণ্ডের একমাস অতিক্রান্ত। কিন্তু এখনও বিচারের আশায় প্রতিবাদের জোয়ারে ভাসছে গোটা রাজ্য।

প্রতীকী ছবি

আরজি কর কাণ্ডে দোষীরা কঠোর শাস্তি না পেলে বারবার রাত দখলের হুঁশিয়ারি দেবেন বলে জানিয়েছেন সুন্দরবনের মহিলারা। আরজি কর কাণ্ডের একমাস অতিক্রান্ত। কিন্তু এখনও বিচারের আশায় প্রতিবাদের জোয়ারে ভাসছে গোটা রাজ্য।

রবিবার রাতেও ফের রাত দখল কর্মসূচিতে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। সুপ্রিম কোর্টের রায়ের আশায় পথ চেয়ে আরজি কর কাণ্ডের আপামর জনতা। তাঁদের সকলের একটাই প্রশ্ন, বিচার কবে মিলবে? এরই মধ্যে এবার সুন্দরবনের মহিলারা ঘোষণা করলেন, জাস্টিস না পেলে রাত দখল করবেন তাঁরাও।

Advertisement

আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ইছামতি ব্রিজের সামনে মৃত তরুণী চিকিৎসকের প্রতীকী ছবিতে মালা দিয়ে ‘রাত জাগো’ কর্মসূচি করলেন স্থানীয়রা। পাশাপাশি বসিরহাট টাউন হল ইটিন্ডা রোডের উপরে ছবি এঁকে, গান গেয়ে সারারাত প্রতিবাদ বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি ‘জাস্টিস ফর আরজি কর’।

Advertisement

সিবিআই-এর উপর আস্থা রেখেই তাঁরা জানান, প্রকৃত যারা দোষী তারা যতক্ষণ শাস্তি না পাবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। হাতে প্ল্যাকার্ড, মোমবাতি নিয়ে মহিলারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যতক্ষণ না বিচার পাচ্ছি, আন্দোলন চলবে’।

Advertisement