• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সন্ত্রাসকে অতীত করে পর্যটনের শীর্ষে যাবে কাশ্মীর, ইস্তাহারে দাবি বিজেপির

এই ভোটে বিজেপির স্লোগান হবে ‘ম্যাক্সিমাম টেররিজ়ম টু ম্যাক্সিমাম ট্যুরিজ়ম’।

দিল্লি জম্মু কাশ্মীরের আসন্ন বিধানসভা ভোটে ঢালাও প্রতিশ্রুতি বিজেপি-র। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে দলের ইস্তাহার প্রকাশ করে উপত্যকার মানুষের মন জয়ের কৌশল অবলম্বন করলেন। রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্র শাসিত অঞ্চলের তকমা পাওয়া জম্মু কাশ্মীরের এটাই প্রথম বিধাসভা ভোট। আর সেই ভোটকে নিয়ে দড়ি টানাটানি বিভিন্ন রাজনৈতিক দলের। ইতিমধ্যে কংগ্রেসও বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে। জয়ের ব্যাপারে দলের আশা প্রকাশ করে কংগ্রেসের ওপর উপত্যকার মানুষের ভরসা জুগিয়েছেন রাহুল গান্ধী। আর এবার গেরুয়া শিবিরের পালা।

এদিন জম্মু কাশ্মীরের বিধানসভা ভোটের ইস্তাহার প্রকাশ করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীর নিয়ে ভারত কেশরী শ্যামাপ্রসাদের অবদানের কথা তুলে ধরেন। তাঁর সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,’৩৭০ ধারায় কাশ্মীরের যুব সম্প্রদায়ের হাতে অস্ত্র এবং পাথর তুলে দেওয়ার বন্দোবস্ত ছিল। শ্যামাপ্রসাদের আদর্শের পথে হেঁটে আমরা তা বাতিল করেছি। ভারতের ইতিহাসে আর কোনও দিন তা ফিরে আসবে না।’

Advertisement

গেরুয়া শিবিরের এই ইস্তাহারে এদিন উপত্যকার মানুষের কাছে কর্ম সংস্থানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। পাঁচ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন শাহ। এছাড়া জম্মু ও কাশ্মীরের উন্নয়ন নিয়েও একাধিক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসে ঘরছাড়া কাশ্মীরি পন্ডিতদের পরিবারের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। পুনর্বাসন যোজনা এবং রাজৌরিতে পর্যটন হাব গড়ার ঘোষণা করা হয়েছে।

Advertisement

অমিত শাহ বলেন, এই ভোটে বিজেপির স্লোগান হবে ‘ম্যাক্সিমাম টেররিজ়ম টু ম্যাক্সিমাম ট্যুরিজ়ম’। শাহ বলেন, ‘ক্ষমতায় এলে আমরা “মা সম্মান যোজনা” প্রকল্প চালু করব। যে প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারের বয়স্ক মহিলাকে বছরে ১৮ হাজার টাকা করে দেওয়া হবে। উজ্জ্বলা প্রকল্পের অধীনে প্রতি বছর দু’টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেব। প্রগতি শিক্ষা যোজনায় আমরা প্রতি বছর কলেজপড়ুয়াদের “ভ্রমণ ভাতা” হিসাবে ৩০০০ টাকা দেব।’

Advertisement