নিজস্ব সংবাদদাতা- সোমবার পশ্চিম মেদিনীপুরের সদর ব্লকের রূপসা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০। আহতদের মধ্যে ১০ জন শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝাড়গ্রাম থেকে দীঘা যাওয়ার পথে একটি বাসের টায়ার ফাটে। ফলে চালক বাসটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে রূপসা এয়াকায় যখন টায়ার লাগানোর কাজ করছিল, তখন দিঘা থেকে ঝাড়গ্রামগামী অন্য একটি বাস বাসটিকে সজোরে ধাক্কা মারে।
Advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে যান গুড়গুড়িপাল থানার ওসি রবি স্বর্ণকার ও মণিদহ গ্রামপঞ্চায়েতের উপপ্রধান অঞ্জন বেরা। তারা আহত বাস যাত্রীদের উদ্ধার করে স্থানীয় দেপাড়া হাসপাতাল ও মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করেন।
Advertisement
Advertisement



