• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কাজে ফেরার ‘হুঁশিয়ারি’ মমতার; ভয় দেখাবেন না, পাল্টা জুনিয়র ডাক্তাররা

বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের ফের কাজে যোগদানের বার্তা দিয়েছেন মমতা। এই বার্তাকেই 'প্রচ্ছন্ন হুঁশিয়ারি' বলে অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা।

কর্মবিরতি ইস্যুতে এবার জুনিয়র ডাক্তারদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ৯ আগস্ট থেকে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। এখনও চলছে তাঁদের এই আন্দোলন কর্মসূচি। বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তাঁদের ফের কাজে যোগদানের বার্তা দিয়েছেন মমতা। এই বার্তাকেই ‘প্রচ্ছন্ন হুঁশিয়ারি’ বলে অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা। যদিও হুঁশিয়ারির পরেও কর্মবিরতি তোলা হবে না বলে এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা।

এদিন মমতা বলেন, ‘১৬ দিন হয়ে গেল। আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে। আমি চাই, ওরা ভালো করে করুক। আমার সমর্থন ওদের সঙ্গে আছে। কারণ,ওরা ওদের বন্ধুর মৃত্যুর বিচার চাইছে। সঙ্গে এটাও বলব, আপনারা তো মানবিক, মানুষকে সেবা দিতে অঙ্গীকার বদ্ধ। সুপ্রিমকোর্টও কাজে যোগ দিতে বলছে। অনেক মানুষ চিকিৎসা না পেয়ে মারা গিয়েছেন। এরা গরিব লোক। এরা কোথায় যাবে? একজন সন্তানসম্ভাবা মায়ের ডেলিভারি তো ডাক্তাররাই করে।’

Advertisement

এরপর প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুরে জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার কথা বলেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিইনি। দিল্লিতে কিন্তু ওরা ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করে দিয়েছিল।আমাদের মানবিক মুখ রয়েছে। কারও জীবন নষ্ট হয়ে যাক সেটা আমরা চাই না। আমরা এফআইআর করলে বা কোনও আইনি ব্যবস্থা নিলে আপনাদের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। ভিসা, পাসপোর্ট পেতে অসুবিধা হবে। আমি তা চাই না। আমি চাই আরও ভালো ভালো ডাক্তার তৈরি করতে।’

Advertisement

অপরদিকে মুখ্যমন্ত্রীর এই বার্তাকে ভালোভাবে দেখছেন না জুনিয়র ডাক্তাররা। তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে এদিন অভিযোগ তুলেছেন তাঁরা। এদিন আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন দাবিতে কলেজ স্কোয়্যার থেকে মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। মমতার বার্তা সেই মিছিলে পৌঁছাতেই এক ডাক্তারকে বলতে শোনা যায়, ‘এফআইআরের ভয় দেখাবেন না। আমাদের দাবিগুলো মানা না হলে আন্দোলন চলবে।’

Advertisement