• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অলিম্পিকে ছবি তুলে কিমের কড়া শাস্তির মুখে দুই পদকজয়ী

টেবিল টেনিসের মিক্সড ইভেন্টের পোডিয়ামে পদক হাতে সেলফি তুলে হইচই ফেলে দিয়েছিলেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার অ্যাথলিটরা

উত্তর-দক্ষিণ কোরিয়ার শত্রুতা সর্বজনবিদিত। দক্ষিণ কোরিয়ার শাসক কিম জং উন পড়শী দেশ উত্তর কোরিয়া নিয়ে এতটাই ঘৃনায় ভোগেন যে সেই দেশের সঙ্গে যেকোন সম্পর্ক এড়িয়ে চলেন। এমনকি দেশের কোনো মানুষ সেই সম্পকের ধারে -কাছে গেলেও তার কপালে জোটে চরম শাস্তি। ঠিক যেমনটা হতে চলেছে দুই প্যারিস অলিম্পিক পদক জয়ীর ক্ষেত্রে।

উত্তর কোরিয়ার খেলোয়াড়ের সঙ্গে সেলফি তুলে এবার কিম জনের রোষের মুখে দক্ষিণ কোরিয়ার দুই প্রতিযোগী। এমনিতেই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর কোরিয়া বলায় শুরু হয় বিতর্ক। তারপর টেবিল টেনিস ইভেন্টের শেষে একসঙ্গে সেলফি তুলেছিলেন দুই দেশের প্রতিযোগীরা। আর তাতেই নাকি পদক্ষেপ নিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

পরমাণু অস্ত্রসমৃদ্ধ উত্তর কোরিয়া জানিয়ে দিয়েছিল তাঁদের প্রধান শত্রু দক্ষিণ কোরিয়া। তাদের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। কিন্তু অলিম্পিকের মঞ্চে দেখা গিয়েছিল বিরল দৃশ্য। টেবিল টেনিসের মিক্সড ইভেন্টের পোডিয়ামে পদক হাতে সেলফি তুলে হইচই ফেলে দিয়েছিলেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার অ্যাথলিটরা। ওই ইভেন্টে রুপো জেতেন উত্তর কোরিয়ার রি জং সুক ও কিম কুম ইয়ং। ওই ছবিতে ছিলেন চিনের সোনাজয়ী অ্যাথলিটরাও। জানা যাচ্ছে, ওই দুজনের বিরুদ্ধে তদন্তও চলছে।

Advertisement

১৫ আগস্ট দেশে ফিরেছে উত্তর কোরিয়ার দল। তার পর এক মাস ধরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রশ্নের সম্মুখীন হয়েছেন রি জং ও কিম কুম। দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের সঙ্গে মিশে তাঁদের মধ্যে ‘সমাজতন্ত্র বিরোধী’ কোনও সংস্কৃতি প্রবেশ করেছে কিনা সেটা নিয়ে তদন্ত চলছে। সূত্রের খবর, তিন ধাপে ‘পরীক্ষা’ চলবে তাঁদের। সেটাতে উত্তীর্ণ হলে ফের ক্রীড়াক্ষেত্রে ফেরার অনুমতি পাবেন তাঁরা। দোষী সাব্যস্ত হলে শাস্তিও হতে পারে।

Advertisement

Advertisement