• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

অনিল কাপুরের ‘হমারা দিল আপকে পাস হ্যায়’-এর ২৪ বছর পূর্তি

ছবি মুক্তির ২৪ বছর পেরিয়ে গেলেও আজও দর্শকদের মুখে মুখে ফেরে অনিল-ঐশ্বর্যার কেমিস্ট্রির কথা

২৪ বছরে পা দিল অনিল কাপুর (Anil Kapoor), ঐশ্বর্যা রাইয়ের ‘হমারা দিল আপকে পাস হ্যায়’। মুক্তির পর বক্স অফিসে এই ছবি রীতিমতো ঝড় তুলেছিল। ছবি মুক্তির ২৪ বছর পেরিয়ে গেলেও আজও দর্শকদের মুখে মুখে ফেরে অনিল-ঐশ্বর্যার কেমিস্ট্রির কথা।

অনিল কাপুর সব ঘরানার চরিত্রেই অভিনয় করেছেন, তবে সবচেয়ে নাম করেছিলেন ফ্যামিলি ড্রামায়। তাঁর বিভিন্ন পারিবারিক ছবির কথা আজও দর্শকদের মুখে মুখে ফেরে। অনিলের সিনেমাগুলির মধ্যে ‘হমারা দিল আপকে পাস হ্যায়’ খুবই জনপ্রিয় হয়েছিল।

Advertisement

অনিলের সহ-অভিনেতা, শিশুশিল্পী ইশা তলওয়ার জানিয়েছেন, অনিল ঠিক কতটা পরিশ্রম করেছিলেন ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ এর জন্য। সেটের একটি ঘটনার কথাও একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন ইশা।

Advertisement

ইশা বলেন, অনিল কাপুর একটি মারপিটের দৃশ্যের শুটিংয়ের জন্য ৪৫ বার রিটেক নেন। অভিনেতার ডেডিকেশন দেখে অবাক হয়ে গিয়েছিলাম। অনিল কাপুর এবং ঐশ্বর্যা রাই অভিনীত ছবিটি দর্শকদের আজও আনন্দ দিয়ে থাকে।

আপাতত অনিল কাপুর তাঁর পরবর্তী প্রকল্প ‘সুবেদার’-এ অভিনয় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরিচালক সুরেশ ত্রিবেণীর সঙ্গে এই প্রথম কাজ করছেন তিনি।

Advertisement