মঙ্গলবার ভয়ংকর ধস নামল সিকিমে। ধসের জেরে গুঁড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। গত কয়েক সপ্তাহ ধরেই ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে বেশ কয়েক বার ধস নেমেছে। যদিও এদিন সকালে বালুতারে নামের ওই এলাকায় যে ধস নেমেছে তা নজিরবিহীন। স্থানীয় সূত্রে খবর, এই ধসের জেরে পাহাড় লাগোয়া ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ ৫ বাঁধটি ভেঙে গিয়েছে। ভাইরাল হয়েছে ধস নামার সেই ভিডিও।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মঙ্গলবার সকালে পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ছে জলবিদ্যুৎ কেন্দ্রের উপরে। যার ফলে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তার স্টেজ ৫ বাঁধটি। তবে নিহত বা আহতের খবর নেই। পর পর কয়েকটি ধসের ঘটনার জেরে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসাবে আগেই সেখান থেকে কর্মীদের সরানো হয়েছিল বলে জানা গিয়েছে। তবে পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Advertisement
প্রসঙ্গত, মঙ্গলবারের ঘটনায় অনেকেরই মনে পড়ছে ২০২৩ সালের বিপর্যয়ের কথা। সেবার লোনাকে হিমবাহসৃষ্ট হ্রদ ফেটে ভয়ংকর দুর্ঘটনা ঘটেছিল। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল বালুতারের তিস্তার বাঁধটি। তবে জলবিদ্যুৎকেন্দ্রটি সচল অবস্থাতেই ছিল। সেখানেই ফের বিপর্যয় ঘটে গেল।
Advertisement
Advertisement



