• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ছকভাঙা ছবি হিংসাদীর্ণ উপত্যকায়, কাশ্মীর সীমান্তে সেনা জওয়ানদের হাতে রাখি বাঁধলেন গ্রামের মেয়েরা

কাশ্মীর সীমান্তে সেনা জওয়ানদের হাতে রাখি বেঁধে দিলেন গ্রামের মেয়েরা। রাখীবন্ধনের এই ছকভাঙা ছবি হিংসাদীর্ণ উপত্যকার চেনা ছবিটা বদলে দিল।  গুলি-বোমার আওয়াজ, সেনাদের কুচকাওয়াজ ছাপিয়ে সোমবার ভূস্বর্গের সীমান্তে কর্তব্যরত জওয়ানদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন কাশ্মীরের মহিলারা। পাশাপাশি রাখি বন্ধনের দিনই দেশকে রক্ষার পাশাপাশি কাশ্মীরের মা, বোনদের রক্ষার দায়িত্ব নিলেন দেশের সেনা জওয়ানরা।  

কাশ্মীর সীমান্তে সেনা জওয়ানদের হাতে রাখি বেঁধে দিলেন গ্রামের মেয়েরা। রাখীবন্ধনের এই ছকভাঙা ছবি হিংসাদীর্ণ উপত্যকার চেনা ছবিটা বদলে দিল।  গুলি-বোমার আওয়াজ, সেনাদের কুচকাওয়াজ ছাপিয়ে সোমবার ভূস্বর্গের সীমান্তে কর্তব্যরত জওয়ানদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন কাশ্মীরের মহিলারা। পাশাপাশি রাখি বন্ধনের দিনই দেশকে রক্ষার পাশাপাশি কাশ্মীরের মা, বোনদের রক্ষার দায়িত্ব নিলেন দেশের সেনা জওয়ানরা।

 
জম্মু ও কাশ্মীরের উরির লাইন অফ কন্ট্রোল সংলগ্ন গ্রাম সোনি। সেখানেই রাখিবন্ধনের দিন সীমান্তের ভারতীয় সেনা জওয়ান ‘ভাই’দের হাতে রাখি বেঁধে দেন মেয়েরা। সীমান্তে অতন্দ্র প্রহরার জন্য সেনা জওয়ানদের ধন্যবাদও জানান মেয়েরা । বিনিময়ে সেনা জওয়ানরাও তাঁদের প্রতিশ্রুতি দেন, যে কোনও ক্ষতির হাত থেকে গ্রাম তথা দেশবাসীকে রক্ষা করবেন তাঁরা। ভাইরাল ভিডিওতে দেখা যায় , কাশ্মীরের ভারত-পাক সীমান্তে কর্তব্যরত জওয়ানদের রাখি পরিয়ে তাঁদের মিষ্টি খাইয়ে দিচ্ছেন গ্রামের মুসলিম মহিলারা।

 

Advertisement

 
স্থানীয় কাশ্মীরী মহিলা সিরাত বানো বলেন, ‘সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা হওয়ার কারণে সবসময়েই আমাদের আতঙ্কে কাটে ।শত্রুর হামলা থেকে আমাদের রক্ষা করেন এই জওয়ানরাই। তাই এই বিশেষ দিনে তাঁদের হাতে রাখি পরিয়েছি আমরা।’ স্থানীয় বাসিন্দা নাজির আহমেদ বলেন, ‘রাখি বন্ধন অনুষ্ঠান  শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনে। আমরা সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা। সেনাবাহিনী আমাদের সবসময় পাক জঙ্গিদের আক্রমণ থেকে রক্ষা করেন । উৎসবের দিনে তাই তাঁদের হাতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন আমাদের গ্রামের বাসিন্দারা।’ প্রসঙ্গত, গত ১৭ আগস্ট জম্মু ও কাশ্মীরের আখনুর সীমান্তের কাছে সেনাদের হাতে রাখি বেঁধে দেয় সেখানকার স্কুলছাত্রীরা। মিষ্টিমুখ পর্বও চলে। 

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে একাধিকবার জঙ্গি হামলায় রক্তাক্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর। জঙ্গি হামলায় শহিদ হয়েছেন বেশ কয়েকজন জওয়ান। সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় ঘাঁটি গেড়েছে পাক জঙ্গিরা। তাঁদের খোঁজে চলছে সেনা অভিযান। তবে শত্রুর খোঁজ পেতে স্থানীয়দের সহযোগিতা করার আবেদন জানিয়েছে সেনাবাহিনী। সেই সূত্রে উপত্যকায় স্থানীয়দের সঙ্গে সেনা জওয়ানদের রাখি উৎসব পালন বিশেষ  সহায়ক হবে বলে মনে করছেন সেনা কর্তারা।

Advertisement

Advertisement