প্যারিস অলিম্পিক্স গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন ব্রোঞ্জজয়ী শুটার মনু ভাকের ও ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ। এখানে উল্লেখ করা যেতে পরে, মনু ভাকের জোড়া ব্রোঞ্জ পেয়েছেন শুটিংয়ে। আর পরপর দু’টি অলিম্পিক্সে ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জয়ের গৌরব অর্জন করেছেন।
সেই কারণেই ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পি টি উষা জানিয়েছেন, সমাপ্তি অনুষ্ঠানের মার্চপাস্টে ভারতের এই দুই তারকার হাতেই পতাকা থাকবে। কথা ছিল, সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা বাহক হিসেবে দেখা যাবে নীরজ চোপড়াকে। অবশ্যই এবারে অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোতে রুপো জিতেছেন আর গত অলিম্পিক্স গেমসে তিনি সোনা জিতেছিলেন। অবশ্যই নীরজই ছিলেন পতাকা বাহক হিসেবে যোগ্য ব্যক্তি। কিন্তু নীরজ নিজেই শ্রীজেশের জন্য জায়গা ছেড়ে দেন। তারপরেই পি টি উষা নীরজের সঙ্গে কথা বলে পতাকা বাহকের নাম ঘোষণা করেন।
Advertisement
Advertisement
Advertisement



