• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শামির কাছে মেয়ে

মেয়েকে কাছে পেয়ে আনন্দে শামির চোখে জল

টানা ছ’টা বছর মেয়ের থেকে দূরে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা বোলার মহম্মদ শামি। কয়েকদিন আগে ইস্টবেঙ্গল ক্লাবে মহম্মদ শামি এসেছিলেন প্রাইড অফ বেঙ্গল সম্মান নিতে। শামির সঙ্গে স্ত্রী দীর্ঘদিন ধরে বিচ্ছেদের মামলা চলছে আলিপুর আদালতে। তাই মেয়ের সঙ্গে তাঁর দেখা হওয়ার কোনও পথ খোলা ছিল না। কিন্তু সপ্তাহ খানেক আগে মেয়ের জন্মদিন ছিল। তাই মেয়েকে শুভেচ্ছা জানাতে গিয়ে শামির সঙ্গে তাঁর মেয়ের দেখা হয়ে যায়। মেয়েকে কাছে পেয়ে আনন্দে শামির চোখে জল চলে আসে। মেয়ে আয়রাও খুব খুশি বাবাকে কাছে পেয়ে। মেয়েকে নিয়ে রেস্তরাঁয় খাওয়াদাওয়াও করেন মহম্মদ শামি। তারপরে মেয়েকে উপহারও দেন। শুভেচ্ছা জানান মেয়েকে। এতদিন আদালতের অনুমতি না থাকায় মায়ের কাছেই মেয়ে আয়রা থাকত। এতদিন পরে মেয়েকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই মহম্মদ শামি দারুণভাবে খুশি হয়েছেন। ছ’বছর ধরে মেয়েকে দেখতে পাননি। মানসিকভাবে শামি বেশ হতাশ ছিলেন। মেয়ের সঙ্গে বেশ কয়েক ঘণ্টা কাটিয়ে গেলেন মহম্মদ শামি।

Advertisement

Advertisement