• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ মহমেডান চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে

সুনীল ছেত্রীরা যদি জিততে পারেন, তাহলে গ্রুপ ‘বি’-তে তাঁরা ভালো জায়গায় পৌঁছে যাবেন

নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড কাপ ফুটবলে দ্বিতীয় ম্যাচে মহমেডান স্পোর্টিং মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গণে খেলতে নামছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে। এখানে উল্লেখ করা যেতে পারে, মহমেডান স্পোর্টিং প্রথম ম্যাচে ইন্টার কাশির সঙ্গে ১-১ গোলে খেলা শেষ করেছে। একেবারে শেষ মহূর্তে ওই ম্যাচে গোল করে খেলায় সমতা ফিরিয়েছিল সাদা-কালো শিবির। আবার সুনীল ছেত্রীর গোলে প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি দল জয় পেয়েছিল। তাই স্বাভাবিকভাবে দুই দলের কাছে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সুনীল ছেত্রীরা যদি জিততে পারেন, তাহলে গ্রুপ ‘বি’-তে তাঁরা ভালো জায়গায় পৌঁছে যাবেন। তাহলে বেঙ্গালুরুর আর একটি ম্যাচ খেলতে হবে ইন্ডিয়ান নেভির সঙ্গে।

তবে মহমেডান স্পোর্টিং চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে চাইছে বেঙ্গালুরুর বিরুদ্ধে। কোচ হাকিম সেনগেল্ডোর তত্ত্বাবধানে শক্তিশালী দল নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে চাইছে মহমেডান। কোচ হাকিম বলেছেন, খেলোয়াড়দের আত্মবিশ্বাসই কথা বলবে। বেঙ্গালুরু দল অবশ্যই শক্তিশালী, তা নিয়ে কোনও সন্দেহ নেই, কিন্তু আমরাও কোনওভাবেই পিছিয়ে নেই মানসিক দিক দিয়ে। লড়াই করে ম্যাচটা ছিনিয়ে আনতে হবে। এই মানসিকতাই বড় হাতিয়ার হবে। তিনি আরও বলেন, আশা করব, সাদা-কালো শিবিরের সমর্থকরা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের আরও বেশি করে অনুপ্রাণিত করবে। সোমবার বিকেলে ঘরের মাঠে প্রস্তুতি সেরে নিয়েছেন খেলোয়াড়রা।

Advertisement

Advertisement

Advertisement