নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ৫ আগস্ট: একদল বন্ধুদের সঙ্গে বন্যার জল দেখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক ছাত্রের। দশম শ্রেণীর ওই পড়ুয়ার নাম সূর্য ঘোষ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানা এলাকার ধেনুয়া গ্রামে। স্থানীয় একটি স্কুলের কয়েকজন ছাত্র এদিন বন্যার জল দেখতে যায় ধেনুয়া গ্রামে। একটি খালের কাছে গিয়ে কোনওভাবে সে পড়ে যায়। মুহূর্তের মধ্যে সে তলিয়ে যায় জলে। বন্ধুরা অনেক চেষ্টা করেও তার খোঁজ পায়নি। ঘটনার খবর যায় পুলিশে। মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নৌকার সাহায্য নিয়ে তাঁকে খোঁজার চেষ্টা করে। কিন্তু পাওয়া যায় নি। পরে ডুবুরি নামানো হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement
Advertisement



