নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মছলন্দপুর স্টেশনে একটি মাত্র ফুট ওভারব্রিজ রয়েছে যাত্রী পারাপারের জন্য৷ বর্তমানে তাও অকেজো হয়ে পড়ে রয়েছে৷ ১ ও ২ নম্বর প্লাটফর্মে ওভার ব্রিজে ওঠার মুখ ব্যারিকেড করে আটকে রাখা হয়েছে৷ ফলে রোজ ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের৷
বনগাঁ-শিয়ালদহ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন মছলন্দপুর৷ সেই মছলন্দপুর স্টেশনের ১ ও ২ নম্বর প্লাটফর্মের যোগাযোগ স্থাপনকারী একমাত্র ফুট ওভারব্রিজ খারাপ হয়ে গিয়েছে৷ ওভারব্রিজে ওঠার মুখ টিনের ব্যারিকেড দিয়ে আটকে রাখা আছে৷ ফলে ঝঁুকি আছে জেনেও, তাড়াহুড়োয় রেললাইন টপকে এ প্লাটফর্ম থেকে ও প্লাটফর্মে যাচ্ছেন যাত্রীরা৷ যাত্রীদের দাবি, দ্রুত ওভারব্রিজ সারিয়ে দেওয়া হোক৷ রেলের তরফ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত সংস্কারের কাজ সেরে ফেলা হবে৷
Advertisement
প্রসঙ্গত, প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন এই মছলন্দপুর স্টেশন থেকে৷ সেই স্টেশনের একমাত্র ফুট ওভারব্রিজ প্রায় একমাস হতে চলল খারাপ হয়ে পড়ে রয়েছে৷ কয়েকদিন আগে ব্রিজ সংস্কারের কাজ শুরু করেছিল রেল৷ কিন্ত্ত কাজের মাঝে একজন ঠিকাদার শ্রমিক ফুট ওভারব্রিজ থেকে ওভারহেড তারের ওপর পড়ে মারা যান৷ তারপর থেকেই কাজ বন্ধ৷
Advertisement
Advertisement



