ইসলামাবাদ, ১ জুলাই – মা এবং কিশোরী কন্যাকে ঘরে বন্ধ করে বাইরে থেকে ইটের দেওয়াল তুলে দিলেন আত্মীয়রা। তাঁদের অপরাধ ছিল সম্পত্তির ভাগ নিয়ে জোরালো দাবি জানিয়েছিলেন তাঁরা। মাথা নত করেননি আত্মীয়দের অন্যায় দাবির সামনে । ওই ঘটনায় মৃত্যুর মতো করুন পরিণতি হতে পারত মা ও মেয়ে দুজনেরই। কিন্তু প্রতিবেশী এবং পুলিশের উদ্যোগে দেওয়াল ভেঙে মুক্ত করা হয় দুজনকেই। ওই মহিলা পাকিস্তানের সিন্ধ প্রদেশের হায়দরাবাদের লতিফাবাদের বাসিন্দা। এলাকার সিনিয়র পুলিশ সুপার ফারুখ লিঞ্জর জানিয়েছেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে পৌঁছন এবং ওই মহিলা এবং তাঁর কন্যাকে উদ্ধার করেন। একইসঙ্গে তিনি জানান, ওই ঘটনায় মূল অভিযুক্ত ওই মহিলার ভাসুর এবং তাঁর পুত্র। দু’জনকেই খুঁজছে পুলিশ।
এই ধরণের ‘শাস্তি’র উদাহরণের সঙ্গে মিলে যাচ্ছে ভারত সম্রাট আকবরের এক কুখ্যাত কাজ । কথিত আছে, তিনিও তাঁর সভার নর্তকী আনারকলির উপর ক্ষুদ্ধ হয়ে তাঁকে ‘জীবন্ত কবর’ দিয়েছিলেন। পুত্র সেলিমের সঙ্গে আনারকলির প্রণয়ে বাধা দিতে আনারকলির ঘরের বাইরে দেওয়াল গেঁথে দিয়েছিলেন আকবর। আনারকলির মৃত্যু হয়।
Advertisement
Advertisement
Advertisement



