দিল্লি, ২৯ জুন – জুলাই মাসের প্রথম দিন থেকে যে কোনও রকম ক্ষুদ্র সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হারে কোনও বদল হচ্ছে না। ২০২৪-২৫ অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয়ের উপর সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র। অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ছে না। কেন্দ্রের সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম, রেকারিং ডিপোজিট, মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমের মতো প্রকল্পের সুদের হারে কোনও বদল হচ্ছে না ।
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট প্রকল্পে সুদ মিলবে ৮.২ শতাংশ হারে। ৫ বছরের রেকারিং ডিপোজিটে লগ্নি করলে ৬.৭ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা। সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে সুদের হার থাকছে ৮.২ শতাংশ। মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমে সুদ মিলবে ৭.৪ শতাংশ হারে।
Advertisement
Advertisement
Advertisement



