• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ধস নেমে বন্ধ হওয়া ১০ নম্বর জাতীয় সড়কে ফের যান চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি– অত্যধিক বৃষ্টির কারণে ফের ধস নেমে বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক৷ শুক্রবার গভীর রাতে লিকুভিরে ধস নেমে ঘটে এই ঘটনা৷ ফের সেখানে যান চলাচল শুরু হয়েছে। খুলে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক৷ সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত এই সড়ক৷ শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের সাথে সংযোগরক্ষাকারী রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপাকে

নিজস্ব প্রতিনিধি– অত্যধিক বৃষ্টির কারণে ফের ধস নেমে বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক৷ শুক্রবার গভীর রাতে লিকুভিরে ধস নেমে ঘটে এই ঘটনা৷ ফের সেখানে যান চলাচল শুরু হয়েছে। খুলে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক৷ সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত এই সড়ক৷ শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের সাথে সংযোগরক্ষাকারী রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপাকে পড়ে বহু মানুষ৷

জানা গিয়েছে, ধস নামার পর থেকেই তড়িঘরি মাটি সরানোর কাজ শুরু করে পূর্ত দপ্তর৷ তারপর থেকেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে৷ অবশেষে লিখুভিড় এবং ২৮ মাইলের ওপর দিয়ে শুরু হয় ওয়ান-ওয়ে যান চলাচল ব্যবস্থা৷

Advertisement

অন্যদিকে নতুন করে জল ঢুকতে শুরু করেছে তিস্তার লালটং বস্তিতে৷ জলমগ্ন হয়ে পড়েছে ওই এলাকা৷ জল বেড়ে যাওয়ায় কয়েকটি গবাদি পশুও ভেসে যায়৷ জলবন্দি মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে একটি সমাজকল্যাণ সংস্থা৷ ওই এলাকায় সংগঠনের তরফ থেকে কমিউনিটি কিচেন চালু করা হয়েছে৷ আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী, আরও বেশ কিছুদিন বৃষ্টি চলবে ওই এলাকায়৷

Advertisement

Advertisement