আলিপুরে কর সংক্রান্ত সেমিনারে বিচারপতি-আইনমন্ত্রী
মোল্লা জসিমউদ্দিন, আলিপুর: রবিবার আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন ‘ধনধান্য অডিটোরিয়ামে’ ট্যাক্স এডভোকেটস এ্যাসোসিয়শন অফ বেঙ্গল আয়োজিত ট্যাক্স সংক্রান্ত সেমিনার হয়।এই সেমিনারে উপস্থিত ছিলেন বিচারপতি শ্রী ইন্দ্র প্রসন্ন মুখাপাধ্যায়, রাজ্য সরকারের আইন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য , আইনজীবি জে পি খৈতান, বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক কুমার দেব,সভাপতি আইনজীবি সজ্জন কুমার তুলসিয়ান , বার কাউন্সিল সদস্য ও ট্যাব সচিব