• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে দাঁতনে ভয়াবহ অগ্নিকাণ্ড,আহত দুইজন

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১২ জুন– গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড,আহত ২ জন। বুধবার ঘটনা টি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের পালসন্ডপুর এলাকায়। বুধবার দুপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সাথে সাথে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা ঘর। ঘটনায় গুরুতর আহত হন দু জন। তাদেরকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১২ জুন– গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড,আহত ২ জন। বুধবার ঘটনা টি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের পালসন্ডপুর এলাকায়। বুধবার দুপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সাথে সাথে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা ঘর। ঘটনায় গুরুতর আহত হন দু জন। তাদেরকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে পালসন্ডপুর এলাকাতে বুধবার দুপুরে এক ব্যক্তির দোকান সহ ঘরে রান্নার সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। পরে বিস্ফোরণ হয় সেই গ্যাস সিলিন্ডারে। ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। একই সঙ্গে দোকান ঘরে একটি বাক্সের মধ্যে থাকা প্রায় এক লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় বাসিন্দারা জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। আহত দুজন দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। যার মধ্যে এক মহিলা রয়েছে।দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে ঠিক কি কারনে ওই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য দমকল বিভাগের পক্ষ থেকে তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়।

Advertisement

Advertisement