দিল্লি, ৩১ মে – কেরলে বর্ষা ঢুকে গেলেও তীব্র তাপপ্রবাহে দগ্ধ হচ্ছে দেশ। তাপপ্রবাহের দাপটে দেশে ৫৪ জনের মৃত্যু হয়েছে। প্রবল গরমে গত ৪৮ ঘন্টায় বিহারে মৃত্যু হয়েছে ১৮ জনের, যার মধ্যে ৮ জন ভোট-কর্মী । তাপপ্রবাহের জেরে ওড়িশায় বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ৩১ জনের। একই কারণে ঝাড়খণ্ডের পালামৌ ও রাজস্থানে ৫ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের সুলতানপুরে মৃত্যু হয়েছে ১ জনের। এর সব মিলিয়ে এবার তাপপ্রবাহে দেশের এই অংশে মৃত্যু হল ৫৪ জনের। দিল্লিতে ৫২.৯ ডিগ্রির পর মহারাষ্ট্রের নাগপুরের তাপমাত্রা পৌঁছল ৫৬ ডিগ্রি সেলসিয়াসে। নাগপুরে চারটি স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন রয়েছে। সেখানে এই অস্বাভাবিক পারদ চড়ে যায় যা নিয়ে স্তম্ভিত আবহাওয়া দফতরের আধিকারিকরা।