খায়রুল আনাম: এবারের লোকসভা ভোটের প্রচারের প্রায় শেষলগ্নে বীরভূমে প্রচারে এলেন বিজেপির বরিষ্ঠ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ জেলার দু’টি লোকসভা আসনের মধ্যে বীরভূম লোকসভা কেন্দ্রে দেবতনু ভট্টাচার্য এবং বোলপুর লোকসভা কেন্দ্রে পিয়া সাহা বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এর আগে এই দুই দলীয় প্রার্থীকে জয়ী করার আবেদন জানিয়ে জেলায় জনসভা করে গিয়েছেন দলীয় নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এজেলায় ভোট গ্রহণ করা হবে ১৩ মে৷ তার আগে প্রচারের শেষলগ্নে শুক্রবার ১০ মে রামপুরহাটের চাকপাড়া স্কুল মাঠে প্রকাশ্য জনসভা করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
এদিনের প্রকাশ্য জনসভায় অমিত শাহ বেশকিছুটা দেরিতে এসে পৌঁছান৷ তিনি এদিন পঞ্চপীঠের এই জেলায় এসে মা তারা, চণ্ডীদাস, রবীন্দ্রনাথ কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে তাঁর বক্তৃতায় এবারের লোকসভা ভোটে বিজেপি চারশোর বেশি আসনে জয়ী হবে বলে দাবি করেন এবং নরেন্দ্র মোদি তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হবেন বলেও দঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ সেইসাথে তিনি অভিমত ব্যক্ত করেন যে, একদা এ রাজ্যে সিপিএম যে অপশাসন চালিয়ে গিয়েছে, সেই পথেই তৃণমূল কংগ্রেস হাঁটছে বলে দাবি করেন৷ এ রাজ্যে পিসি-ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা, বালি, গরু পাচারের মধ্যে দিয়ে রাজ্যে অন্ধকার ও অরাজকতা নিয়ে এসেছেন বলে তাঁর অভিযোগ৷
Advertisement
Advertisement
Advertisement



