• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে মমতা প্রসঙ্গে নিশ্চুপ বোস

নিজস্ব প্রতিনিধি— সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী৷ তারপর থেকেই রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ওই ঘটনা৷ নতুন করে বিতর্কে জড়িয়ে পড়ে রাজ্য-রাজ্যপাল৷ কিন্ত্ত এতকিছুর মধ্যে রাজভবনে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে ধরা পড়ল এক অন্য ছবি৷ বিতর্ক সরিয়ে রেখে এদিন রাজ্যপাল বললেন, ‘নো

নিজস্ব প্রতিনিধি— সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী৷ তারপর থেকেই রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ওই ঘটনা৷ নতুন করে বিতর্কে জড়িয়ে পড়ে রাজ্য-রাজ্যপাল৷ কিন্ত্ত এতকিছুর মধ্যে রাজভবনে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে ধরা পড়ল এক অন্য ছবি৷ বিতর্ক সরিয়ে রেখে এদিন রাজ্যপাল বললেন, ‘নো পলিটিক্স, নো ল, নাথিং অন কনস্টিটিউশনাল কলিগস৷’ একই সঙ্গে রাজভবনের কর্মীদের ভূয়সী প্রশংসাও করেন তিনি৷ বিতর্কিত মন্তব্য এড়িয়ে এদিন তাঁর মুখে শোনা গেল কবিগুরুর কবিতার অংশ, ‘চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির৷’ তবে রাজ্যপাল মিথ্যের কাছে মাথানত করবেন না, তা কবিতার এই অংশ দিয়েই বুঝিয়ে দিয়েছেন বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের৷ উল্লেখ, গত ২ মে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসার পরেই রাজ্যপাল সাফ জানিয়েছিলেন, ‘মিথ্যে প্রচার করা হচ্ছে৷ রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কোনও দল৷ আমি মিথ্যের কাছে মাথানত করব না৷ যারা এই কাজ করছেন ঈশ্বর তাঁদের মঙ্গল করুক’৷

Advertisement

Advertisement