তিরুঅনন্তপুরম, ৭ মে – কোন মহিলা বা কিশোরী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, তাঁকে কোনও অবস্থাতেই ধর্ষকের সন্তানের জন্ম দিতে বাধ্য করা যায় না। তা করলে সংবিধানের ২১-এ অনুচ্ছেদে উল্লেখিত মর্যাদার সঙ্গে জীবনধারণের মৌলিক অধিকার খর্ব করা হয়। পাশাপাশি, ওই মহিলা বা কিশোরীকে ভয়ঙ্কর মানসিক চাপের মধ্যে ঠেলে দেওয়া হয়। ফলে ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা একাদশ শ্রেণির কিশোরীকে গর্ভপাতের অনুমতি দিয়েছে কেরালা হাইকোর্ট।এই রায় ঘোষণা করার সময়ে বিচারপতি কওসর এডাপ্পাগাথ এই ব্যাখ্যা দিয়েছেন। গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এক কিশোরীকে ৩০ সপ্তাহে গর্ভপাতের অনুমতি দিয়েছিল। কিন্তু পরে সেই রায় বেঞ্চ ফিরিয়ে নেয়, কারণ মেয়েটির জীবনসঙ্কটের সম্ভাবনা ছিল। ফলে মেয়েটি যথা সময়েই সন্তানের জন্ম দেবে।