• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মহাকাশে দুটি উপগ্রহের মহা সংঘর্ষ, উদ্বেগে নাসা

দিল্লি, ২৮ ফেব্রুয়ারি: মহাকাশে আসন্ন মহা সংঘর্ষ। যার পিছনে রয়েছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্টের ভূমিকা। একে আধুনিক প্রযুক্তির মহাযুদ্ধ বললেও ভুল হবে না। তবে না, সরাসরি কোনও দেশ এই যুদ্ধে অংশ নিচ্ছে না। মূলত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি কৃত্রিম উপগ্রহে এই সংঘর্ষের সম্ভাবনা। জানা গিয়েছে, এই দুই দেশের স্যাটেলাইট খুব দ্রুত গতিতে পরস্পরের দিকে

দিল্লি, ২৮ ফেব্রুয়ারি: মহাকাশে আসন্ন মহা সংঘর্ষ। যার পিছনে রয়েছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্টের ভূমিকা। একে আধুনিক প্রযুক্তির মহাযুদ্ধ বললেও ভুল হবে না। তবে না, সরাসরি কোনও দেশ এই যুদ্ধে অংশ নিচ্ছে না। মূলত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি কৃত্রিম উপগ্রহে এই সংঘর্ষের সম্ভাবনা।

জানা গিয়েছে, এই দুই দেশের স্যাটেলাইট খুব দ্রুত গতিতে পরস্পরের দিকে ধেয়ে আসছে। ফলে দুটি স্যাটেলাইটের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা প্রবল। পৃথিবীর মাটি থেকে প্রায় ৬০০ কিলোমিটার ওপরে এই উপগ্রহ সংঘর্ষ হলেও ক্ষতি হতে পারে পৃথিবীতে। কারণ স্যাটেলাইট দুটির ধ্বংস বস্তু পৃথিবীতে এসে পড়বে। দুটির স্যাটেলাইটের ধ্বংস সামগ্রী কোথায় এসে পড়বে, তা কেউ জানেনা। এই নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

Advertisement

তবে বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, এই সংঘর্ষ নাও হতে পারে। দুটি স্যাটেলাইট গাঁ ঘেঁষেও বেরিয়ে যেতে পারে। তবুও একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। পরিস্থিতি শেষ পর্যন্ত কোনদিকে গড়ায় সেদিকে কড়া নজর রাখছেন বিজ্ঞানীরা।

Advertisement

Advertisement