দিল্লি, ২০ ফেব্রুয়ারি – আধার ডেটাবেস আপডেট রাখার জন্য আধার তথ্য আপডেট করার কাজ হয়েছে। তবে কোনও নম্বরই বাতিল করা হয়নি বা কারও আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়নি। আধার কার্ড নিয়ে যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়ে স্পষ্ট জানাল কেন্দ্র। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই-এর তরফে তাদের নিজস্ব ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আধার ডেটাবেস যাতে নির্ভুল থাকে, সেই কারণেই নথি এবং আধার তথ্য আপডেট করার কাজ করা হয়েছে ।
বীরভূম জেলায় একটি প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বলেন, ‘আমাদের সরকারের প্রকল্পগুলির সুবিধা প্রাপকদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। তবে কেন্দ্র আধার কার্ড বন্ধ করে দিলেও রাজ্যের কোনও প্রকল্প থেকে তাঁরা বঞ্চিত হবেন না। বাংলার অনেক জেলায় আধার কার্ড নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। কেন্দ্র ইচ্ছে করেই এমনটা করাচ্ছে। যাতে লোকসভা ভোটের আগে বিনামূল্যে রেশন না পান বাংলার মানুষ।’
বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘মুখ্য সচিবকে আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি। কোনও বাসিন্দা যেন আধার কার্ড না থাকার কারণে প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে বঞ্চিত না হন। আমি থাকতে বাংলার মানুষের চিন্তার কোনও কারণ নেই। আমি আপনাদের জন্য সর্বদা রয়েছি।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বর্ধমান জেলার ৫০ জনের, বীরভূম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে উত্তর বঙ্গের বহু মানুষের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। তবে বাংলার মানুষকে মমতার সরকার আধার কার্ডের বিকল্প দেবে বলেও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।
Advertisement
Advertisement



