আগরতলা, ১৯ ফেব্রুয়ারি – খোদ বিচারকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ধর্ষণের মামলায় বয়ান নথিভুক্ত করতে এসে বিচারকের ঘরে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তুমুল শোরগোল ত্রিপুরায়। ত্রিপুরার ধলাই জেলার জেলা এবং দায়রা আদালতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ত্রিপুরার ঢালাইয়ের জেলা ও দায়রা বিচারক গৌতম সরকারের নেতৃত্বে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রাহুল রায় এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সত্যজিৎ দাসকে নিয়ে তদন্তকারী টিম গঠিত হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।