কানসাস, ১৫ ফেব্রুয়ারি – ফের বন্দুকবাজের প্রকাশ্য হামলা আমেরিকায়, প্রাণ হারালেন এক মহিলা। কানসাস সিটি চিফস সুপার বোল ভিকট্রি র্যালিতে বন্দুকবাজের হামলা হয় বৃহস্পতিবার। গুলিতে মৃত্যু হয়েছে ১ জনের, আহত কমপক্ষে ২২ জন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা সঙ্কটজনক। ঘটোনা ঘটায় সময় দুই নাগরিক সাহসের সঙ্গে বন্দুকবাজের উপরে ঝাঁপিয়ে পড়েন। বন্দুকবাজের হাত থেকে বাকিদের রক্ষা করেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। তবে কেন তাঁরা গুলি চালালেন, তাঁদের উদ্দেশ্য কী ছিল, সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে কানসাস পুলিশ সূত্রে খবর ।
Advertisement
প্রত্যক্ষদর্শীদের কথায়, হতাহতের ঘটনা আরও বাড়তে পারত, তবে ভিড়ের মধ্যে কয়েক জনের উপস্থিত বুদ্ধি এবং তৎপরতার কারণে তা এড়ানো সম্ভব হয় । ঘটনার কিছু ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Advertisement
উল্লেখ্য, আমেরিকায় বার বার বন্দুকবাজদের হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। দিন দুয়েক আগেই নিউ ইয়র্ক শহরের সাবওয়ে স্টেশনের ভিতর গুলি চালানোর ঘটনা ঘটেছে। আততায়ীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন এক জন। গত বছর অক্টোবরে এক স্কুলে বন্দুকবাজদের হামলায় ২২ জন শিশু প্রাণ হারিয়েছিল।কড়া আইন এনেও আমেরিকায় বন্দুকবাজের হামলানিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বন্দুকবাজের শিকার হলেন নিরাপরাধ মানুষ ।
Advertisement



