দিল্লি, ৭ ফেব্রুয়ারি: দিল্লিতে ধর্ষকের লালসার শিকার হলেন বাংলার এক তরুণী। ওই তরুণী দার্জিলিংয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযোগ, রাজধানী দিল্লিতে ওই তরুণীর এক বন্ধু তাঁকে লাগাতার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে। এভাবে প্রায় এক সপ্তাহ ধরে অত্যাচার চালায় অভিযুক্ত যুবক। এমনকি তাঁর গায়ে গরম তরল খাবার ঢেলে দেয় বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত যুবকের নাম পরস। সে উত্তরাখণ্ডের বাসিন্দা। বছর আঠাশের পরস পেশায় একজন রেস্তোরাঁ কর্মী। রাজধানীর একটি রেস্তোরাঁয় সে রান্নার কাজে নিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দার্জিলিঙের ওই যুবতীর সঙ্গে ফোনে আলাপ হয় পরসের। এরপর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপর পরস ওই তরুণীকে কাজের টোপ দিয়ে দিল্লিতে নিয়ে আসে। ওই তরুণী কাজের প্রতিশ্রুতি পেয়ে দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকার রাজু পার্কে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। অভিযুক্ত পরস তাঁর সঙ্গেই থাকত। সেখানেই গত এক সপ্তাহ ধরে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায় ওই যুবক। তাঁর গায়ে গরম ডাল ঢেলে দেয় বলে অভিযোগ। এরপর পুলিশের দ্বারস্থ ওই নির্যাতিতা। ফোন করে খবর দিতেই দগ্ধ ও জখম ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এরপর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন, যৌন হেনস্থা সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। গত ২ ফেব্রুয়ারি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



