• facebook
  • twitter
Friday, 30 January, 2026

মোদি পরাস্তে ইন্ডিয়া জোটের ভরসা একমাত্র মমতাই, দলে স্পষ্ট বার্তা খাড়গের

দিল্লি, ১৬ জানুয়ারি– ২৬ টি রাজনৈতিক দল এক ছাতার তলায় এসে তৈরি করে ‘ইন্ডিয়া’ জোট৷ যার লক্ষ্য দেশকে মোদি মুক্ত করা৷ জোট সৃষ্টির প্রাক্কাল্য থেকেই যাঁর গুরুত্ব সবথেকে বেশি দেখা গিয়েছিল তিনি হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদি পরাস্তে গঠিত জোটে মমতার প্রয়োজন কতটা তা এবার স্বীকার করে নিলেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেই৷ বঙ্গে

দিল্লি, ১৬ জানুয়ারি– ২৬ টি রাজনৈতিক দল এক ছাতার তলায় এসে তৈরি করে ‘ইন্ডিয়া’ জোট৷ যার লক্ষ্য দেশকে মোদি মুক্ত করা৷ জোট সৃষ্টির প্রাক্কাল্য থেকেই যাঁর গুরুত্ব সবথেকে বেশি দেখা গিয়েছিল তিনি হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদি পরাস্তে গঠিত জোটে মমতার প্রয়োজন কতটা তা এবার স্বীকার করে নিলেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেই৷
বঙ্গে কংগ্রেস বা অন্যান্য দলগুলির সঙ্গে আসন সমঝোতা নিয়ে মমতার অবস্থান জেনেও মমতাকে গুরুত্ব দিয়ে চলেছে কংগ্রেস৷ তাই যেনতেন প্রকারে বঙ্গে জোট দ্রুত সেরে ফেলতে চায় হাইকমান্ড৷ এমনকী ইন্ডিয়া জোটের চেয়ারম্যান তথা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের স্পষ্ট বার্তা, বিজেপিকে হারাতে হলে মমতার কৌশল হাতছাড়া করা যাবে না৷ বঙ্গে বিজেপিকে রোখা তো বটেই, মমতাকে কংগ্রেসের দরকার জাতীয় ক্ষেত্রে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও গুরুত্বের কারণেই৷ দলের বৈঠকে খাড়গে সেই কথাই বুঝিয়ে দিয়েছেন বলে খবর৷ তাঁর কথার ব্যাখ্যা দিতে গিয়ে এক এআইসিসি নেতার বক্তব্য, খাড়গেজি খুব অল্প কথায় বুঝিয়ে দিয়েছেন যে, বিজেপি-বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের সঙ্গে চাই জাতীয় লড়াইয়ে মমতার রাজনৈতিক কৌশলকে দরকার বলে৷
শনিবার ইন্ডিয়া জোটের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাড়গে৷ আর দলীয় নেতৃত্বকে তিনি এই বার্তা দিয়েছেন ঠিক তার একদিন আগে৷ শুক্রবার দলের প্রায় সাডে় তিনশো কো-অর্ডিনেটরকে নিয়ে দিল্লিতে বুথস্তরে ভোট প্রস্তুতির প্রাথমিক বৈঠক করেন খাড়গে৷ সূত্রের খবর, সেই বৈঠকেই দলের সভাপতি কো-অর্ডিনেটরদের স্পষ্ট বলে দিয়েছেন, বিজেপিকে হারাতে হলে বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করতেই হবে৷ বৈঠকে যে মন্তব্যের পর তৃণমূলের সঙ্গে সমঝোতা করার আসন সংখ্যা নিয়ে সংশয় থাকলেও, জোট যে কার্যত নিশ্চিত তা আবারও স্পষ্ট হয়ে গিয়েছে প্রদেশ নেতৃত্বের কাছে৷ একই সঙ্গে খাড়গের নির্দেশ, ইন্ডিয়া-জোটে তাদের শরিক তৃণমূলকে বঙ্গে কোনওভাবে চটানো যাবে না৷ জোট-ধর্মের মর্যাদা রেখেই সেই নির্দেশ পালন করতে হবে৷ যে কেন্দ্রে যিনিই প্রার্থী হোন, তাঁর বা তাঁর টিমের সঙ্গে কো-অর্ডিনেশন বা সমন্বয়ের কাজ করবেন কংগ্রেসের নির্দিষ্ট ওই নেতাই৷
কংগ্রেস ইতিমধ্যে তাদের সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধির সম্মতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৬ আসনের প্রস্তাব পাঠিয়েছে৷ তৃণমূল নেতৃত্বও বুঝিয়ে দিয়েছে, দলনেত্রী আগেই কংগ্রেসের জেতা ২ আসন ছাড়ার কথা বলেই রেখেছেন৷ এর বাইরে নতুন করে আসন সংখ্যা নিয়ে আর দর কষাকষির জায়গা নেই৷ যদি তা হয়ও, সে সব করতে হবে একেবারে শীর্ষস্তরে, অর্থাৎ সোনিয়া-মমতা কথোপকথনেই তা একমাত্র সম্ভব৷
এর মধ্যেই কংগ্রেসের একটি স্তরে প্রশ্ন উঠেছে যে, জোট কি আদৌ হবে! কারণ হাতে সময় কম৷ এখনও যেভাবে দর কষাকষি চলছে তাতে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে না তো? তবে এসবের মধ্যেই খাড়গের এই তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সামনে এখনও জোট ফর্মুলাতেই সিলমোহর দিয়ে রাখল৷

Advertisement

Advertisement